টিউটোরিয়ালফর.মি সাইটে আবারও চলে এলাম একটা মজার টিউটোরিয়াল নিয়ে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মাধ্যমে আমরা আপনারা কত পরিমান Photo দেখতে পায় এর কোন সঠিক ধারনা আমার জানা নাই । তবে আমার এটি জানা আছে কিভাকে আমার ফেসবুক প্রোফাইলের photo গুলো খুব সহযেই দেখতে পারবো । তো আসুন চলে যাই সরাসরি টিউটোরিয়ালে ।
প্রথমেই আপনাকে যা যা ব্যবহার করতে হবেঃ
- ব্রাউজারটি ব্যবহার করতে হবে গুগলক্রোম
- Facebook photo ZOom – একটি গুগলক্রোম এডঅন্স
- অবশেষে আপনার ফেসবুক প্রোফাইল- যেখানে photo গুলো প্রদর্শীত হচ্ছে
প্রথমে আপনি Facebook photo ZOom – গুগলক্রোম এডঅন্সটি অ্যাকটিভ করে নিন এই লিংক থেকে । App টি সঠিক ভাবে সক্রিয় হলে সবুজ রং ধারন করবে ঠিক নিচের ছবিটির মত ।
দ্বিতীয় আপনার গুগলক্রোম ব্রাউজারটি ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ প্রবেশ করুন, তারপর পেজটির নিচের অংশে লক্ষ করুন Facebook photo ZOom টি দেখা যাবে ঠিক নিচের ছবিটির মত অন দেখাচ্ছে –
ব্যাস হয়েগেল আপনার প্রোফাইল এর Photo ZOom এখন আপনি আপনার মাউস পয়েন্টারটি আপনার ফেসবুক এর ছবি এর উপর রাখা মাত্র দেখতে পাবেন প্রদর্শীত ছবিগুলো ZOom হয়ে যাচ্ছে, মজার কান্ড হচ্ছে, আপনি যেই ছবিটি দেখতেচান সেই ছবিটির সঠিক এবং সম্পূর্ন রেজুলেশ্ন দেখা যাবে,
ঠিক উপরের ছবিটির মত ।
আসা করছি টিউটোরিয়ালটি আপনাদের ব্যবহারের উপযোগি হয়েছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য । ওয়েবসাইটের পরবর্তী টিউটোরিয়ালে আপনার সাহযোগীতা একান্ত কাম্য ।
ক্ষমাপার্থীঃ আমিন ভাই আপনার অনুমোতি ছাড়ায় অপনার ফেসবুক এর ছবিটি প্রদর্শীত করায় আপনার কাছে ক্ষমা চাইছি ।
..:: ধন্যবাদ ::..